মেহেরপুরে অতিরিক্ত দাম রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

|

মেহেরপুর প্রতিনিধি
করোনাভাইরাস আতঙ্ককে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে মেহেরপুর শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভূমি কর্মকর্তা মাইনউদ্দিনের নেতৃত্বে জেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত বড় বাজারের চাউল ব্যবসায়ী হাফিজুল ইসলামকে ১০ হাজার ও পিয়াজ ব্যাবসায়ী রাকিবুল ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এমন অভিযোগে আমারা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি এবং ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply