আটকে পড়া নাগরিকদের দেশে নেয়ার ব্যবস্থা করবে কানাডা

|

বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কানাডা। শনিবার এক ঘোষণায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি জানান, এয়ারলাইনস কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে প্রশাসন। প্রথম ফ্লাইটে মরক্কোয় থাকা কানাডিয়ানদের ফিরিয়ে আনা হবে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলেও জানান। ট্রুডো বলেন, সাশ্রয়ী টিকেট ভাড়ার পাশাপাশি এয়ারলাইনসগুলোও যাতে ক্ষতির শিকার না হয় সে বিষয়েও লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে অটোয়ায় নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ট্রুডো।

জাস্টিন ট্রুডো বলেন, বিদেশে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। পেরু, স্পেনসহ বিভিন্ন দেশের প্রশাসনের সাথে আলোচনা করছি। কারণ অনেক দেশের বিমানবন্দরেই কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই সব দেশে পৌঁছানো হয়তো সম্ভব হবে না। তবে যতটুকু সম্ভব পরিকল্পনা বাস্তবায়নে এয়ারলাইনস-গুলোর সাথে আলোচনা করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply