চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের পরামর্শ সলিমুল্লাহ মেডিকেলের

|

করোনাভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকতে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিজ উদ্যোগে মাস্ক কিনে ব্যবহার করার পরামর্শ দিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ স্বাক্ষরিত এক নোটিশে এ পরামর্শ দেয়া হয়।

নোটিশে বলা হয়, “অত্র স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাস এর সংক্রমণ আশংকাজনকহারে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচী হিসাবে হাসপাতালের কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ হতে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না।

এমতবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply