করোনার প্রভাবে চাকরি হারানোদের বেতনের ৮০ শতাংশ দেবে ব্রিটিশ সরকার

|

যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রভাবে যারা চাকরি হারিয়েছেন তাদের বেতনের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত দেবে সরকার। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মন্দাভাব বিশ্ব অর্থনীতিতে। অনেক প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। এতে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে, বাড়ি ভাড়া, খাবার এবং অন্যান্য বিল পরিশোধ করতে পারছেন না তারা। এমন পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে যাদের মাসিক বেতন সর্বোচ্চ ৩ হাজার ডলার তাদেরকে বেতনের ৮০ শতাংশ দেয়া হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপি এমন সংকটে কোন বাসিন্দা নয়, সমন্বিত উদ্যোগে পরিস্থিতি মোকাবেলা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠানকেও সরকারি সহায়তার আশ্বাস দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply