পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

|

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামের মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার করমজা বায়া রোডের খয়েরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply