জামালপুরে বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

|

জামালপুরে করোনা আতঙ্ক ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা সঠিক না থাকায় ৫ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে শহরের সকাল বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

করোনা আতঙ্ক ছড়িয়ে জামালপুরের বাজারগুলোতে গত ২ দিনে চাউল, পিয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করে ব্যবসায়ীরা। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল রাখতে শহরের সকাল বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় এক চাউল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা, এক মাংস ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও ৩ মুদি দোকানদারকে ২৩ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাখতে অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply