করোনাভাইরাস: মসজিদ আল হারাম ও নববীতে নামাজ বন্ধের ঘোষণা

|

করোনাভাইরাসের বিস্তার রোধে ‘মসজিদ আল হারাম’ এবং ‘মসজিদে নববী’তেও নামাজ বন্ধের ঘোষণা দিলো সৌদি আরব।

দুটি পবিত্র স্থাপনার জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র হানি বিন হোসনি হায়দারের বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করে, সৌদি গণমাধ্যমগুলো।

তিনি জানান, বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সাথে প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরই এলো স্থগিতাদেশ। এর ফলে, জুমার দিন থেকেই কার্যকর হবে সিদ্ধান্তটি। গেলো সপ্তাহেই, কাবা শরীফ এবং মসজিদে নববী বাদে অন্যান্য সব মসজিদে নামাজ আদায়ের ওপর স্থগিতাদেশ দেয় সৌদি সরকার। করোনার বিস্তার রোধে, নাগরিকদের জমায়েত এড়িয়ে ঘরে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply