করোনাভাইরাস: শিবচরে চলাচল সীমিত করেছে প্রশাসন

|

মাদারীপুর প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাদারীপুরের শিবচরকে কনটেইমেন্ট (যে কোন স্থানে চলাচলে সীমাবদ্ধতা) করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এই এলাকার জনগণকে চলাচলে সীমাবদ্ধতা মেনে চলতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

একই সঙ্গে উপজেলার গণপরিবহন বিশেষ করে বাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। তবে উপজেলা পরিষদের এ সভায় প্রথমে ঔষুধ, মুদিসহ জরুরি সেবা বাদে সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা দিলেও পরে তা সংশোধন করা হয়।

সভায় বক্তারা জানান, সম্প্রতি জেলায় প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী এসেছে। তার মধ্যে শিবচরেই এসেছে ছয়শ’ ৬৪ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এসকল এলাকায় জনগণের চলাচল সীমিত করতে কঠোর থাকবে প্রশাসন।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ এড়ানোর জন্য শিবচর পৌরসভার জনগণের চলাচল সীমিত করা হয়েছে। এই উপজেলার গণপরিবহন বিশেষ করে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটাকে আমরা কনটেইমেন্ট বলছি।

স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাইরাসটি থেকে মুক্ত থাকতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply