২৪ ঘণ্টায় বিদেশ ফেরত ৭ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ

|

ফাইল ছবি

শরীরে তাপমাত্রা বেশি থাকায় গেলো ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত ৭ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল-আহসান। সকালে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন। এসময় তিনি জানান, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ হাজার যাত্রী দেশে আসছে ও বিদেশে যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার।

এরআগে সকালে চীন ও দুবাই থেকে দু’টি ফ্লাইট আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গেছে, এমিরেটস ও এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে দেশে ফিরেছেন বেশ কয়েকজন প্রবাসী। চীন থেকে ফেরা যাত্রীর সংখ্যা ১০ থেকে ১৫ জন। আর দুবাই থেকে আসা ফ্লাইটের বেশিরভাগই এসেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। আজ থাকা ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যেই পাঁচটিই বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে চারটিই দুবাইয়ের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply