কোয়ারেন্টাইন না মানায় বাঞ্ছারামপুরে প্রবাসীকে জরিমানা

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ওমান থেকে আসা মো. মনির হোসেন নামে এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে ৫হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলার রুপসদী গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। মনির হোসেন একই এলাকার মো. অলি হোসেন মিয়ার ছেলে।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার সাংবাদিকদের জানান, মনির হোসেন চলতি মাসের ৮ মার্চ ওমান থেকে দেশে ফিরেছেন। করোনাভাইরাস নিয়ে আতংক থাকায় দেশে ফেরার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে।

তিনি বলেন, যে কোন দেশ থেকে আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ধাকার কথা বলা হয়। কিন্তু মনির সেই কথা না শুনে স্থানীয় বাজারসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। এতে করে এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। হোম কোয়ারেন্টাইনের আইন না মানার অপরাধে মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply