শেষ পর্যন্ত টেস্ট দলে মুমিনুল

|

শেষ পর্যন্ত টেস্ট দলে নেয়া হলো মুমিনুল হককে, চোখের ইনজুড়িতে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত। আজ বিকেলে বিসিবির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

এর আগে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেখানে ছিলো না তার নাম।

এ নিয়ে  ক্রিকেট ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভক্তরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে সামর্থ্যের প্রমাণ দিয়ে ২ বছর পর দলে জায়গা পান অলরাউন্ডার নাসির হোসেন ও শফিউল ইসলাম। তবে শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডেও জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।

আগামী ২৭ আগস্ট দুই টেস্টের প্রথমটিতে মিরপুরের শেরে বাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

 

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply