করোনাভাইরাসে প্রাণ যাবে ২২ লাখ মার্কিনী, পাঁচ লাখ ব্রিটিশের

|

নভেল করোনাভাইরাস প্রাণ কেড়ে নিতে পারে ২২ লাখ মার্কিনী আর পাঁচ লাখ ব্রিটিশের। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারি পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির পারিসাংখ্যিক তুলনা ও বিশ্লেষণে পাওয়া গেছে এমন আভাস। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের কোভিড-১৯ রেন্সপন্স টিমের বরাতে দ্য ইন্টারসেপ এমন তথ্য দিয়েছে।

বলা হয়, ক্লাব-পাব-থিয়েটারের মতো জনসমাগমের জায়গা এড়িয়ে চলাসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব এড়িয়ে চললে মহামারির বিস্তৃতি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে বড় ধরনের আর্থ-সামাজিক চাপেরও ঝুঁকি রয়েছে। ফলে সবদিক থেকেই সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে বিশ্ব, হুঁশিয়ারি গবেষকদের।

প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কার করতে অন্তত আঠারো মাস সময় লেগে যেতে পারে।

আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের একটে বড় সংখ্যক হবেন দরিদ্ররা। অসুস্থতার সময় কাজে যেতে না পেরে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে নিম্ন আয়ের মার্কিন নাগরিকরা বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। এতে ভাইরাসটি আরও প্রাণঘাতী রূপ নিতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply