বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

|

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে মানববন্ধন করেছে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্স এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকালে রাজধানীর সব ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখা অফিসের সামনে পতাকা নেড়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় সবাই হাতে পতাকা ও গায়ে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত টি-শার্ট পরিধান করেন। দশ মিনিটের এই কর্মসূচিতে রাজধানীর লক্ষাধিক ব্যাংক কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে ব্যাংক কর্মকর্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের অংশ বিশেষ তুলে ধরেন।

তারা বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতেই তাদের এই আয়োজন। এছাড়া ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়নে ব্যাংকগুলো কাজ করবে বলে জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply