নিউইয়র্ক সিটির সব স্কুল ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

|

নিউইয়র্ক সিটির সব স্কুল আজ সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। সিটি মেয়র বিল ডি ব্লাসিও রোববার এ তথ্য জানিয়েছেন।

ব্লাসিও বলেন মোটামুটি বলতে গেলে, এটি খুব উদ্বেগজনক মুহূর্ত। এমন একটি মুহূর্ত যেখানে আমি এই পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কেবল বিচলিত হয়েছি।

তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৩২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

মেয়র বলেছেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্কুলে সমাগত অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য “গ্র্যাব-অ্যান্ড-গো খাবার” খোলা থাকবে, তবে এটি কেবল এই সপ্তাহে চলবে।

বিদ্যালয়ের চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা মেয়রের পরে বক্তব্য রেখে বলেন, আজ আমাদের সকলের জন্য অত্যন্ত বিমর্ষ দিন। আমরা চাই যে, আপনারা আগামীকালকে তুষারপাতের দিন হিসাবে ভাবেন।

তিনি বলেছিলেন যে বিনামূল্যে প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনে যোগ্যতা অর্জনকারীরা পরের সপ্তাহে তাদের স্কুলে যেতে পারবেন। বিনামূল্যে খাবার দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply