বিশেষজ্ঞ মতামত নিয়েই তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে: শিক্ষা উপমন্ত্রী

|

করোনাভাইরাস এর সংক্রমণ ঝুঁকি নিয়ে সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার পরিস্থিতি হলে বিশেষজ্ঞ মতামত নিয়ে তা করা হবে। করোনার ঝুঁকি বিশ্লেষণ শিক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়মিত কার্যক্রমের অংশ।

আজ রোববার করোনার প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে এমন মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যাপারে আমরা বিশেষজ্ঞ মতামত নিয়েই এগুচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মত পরিস্থিতির উদ্ভব হলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে, তবে সেটি হবে সেই ধরনের পরিস্থিতি এবং বিশেষজ্ঞগণের যথাযথ মতামতের মাধ্যমে।

তিনি জানান, শহরাঞ্চল, গ্রামাঞ্চল একেক জায়গায় সংক্রমণ ঝুঁকি একেক ধরনের হয়ে থাকে। বিশেষজ্ঞরা সংক্রমণ ঝুঁকি নিয়ে আমাদের উপদেশ দিচ্ছেন, আমরা যৌথ আলোচনা করে সেভাবেই এগুচ্ছি। সরকারের কোনও সংস্থা বা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে রোগ সংক্রমণ ঝুঁকি ব্যবস্থাপনা হয়না।

এসময় তিনি সবার প্রতি আহবান সরকারের সিদ্ধান্ত গুলো মেনে চলতেও পরামর্শ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply