করোনা নিয়ে অমিতাভ বচ্চনের কবিতা ভাইরাল

|

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় দাবিয়ে বেড়াচ্ছে। নতুন এই সংক্রমণে দিশেহারা মানবকূল। করোনা আতঙ্ক প্রায় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে কাজ করছে। এই ভাইরাসের আতঙ্কে ঘুমাতে পারছেন না বলিউড তারকা অমিতাভ বচ্চনও। এমনটিই তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, করোনা নিয়ে কবিতাও লিখে ফেলেছেন বিগ বি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। সেখানে করোনা নিয়ে সচেতনতামূলক কথা বলেছেন তিনি। পাশাপাশি স্বরচিত কবিতাও আবৃত্তি করেছেন। ভিডিওর ক্যাপশনে অমিতাভ লিখেছেন– ‘করোনাভাইরাস নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে। এই ভাইরাস ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রিয়জনকে নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। আজ সকালে আমার মনে হলো, কিছু একটা করা দরকার। তাই লিখে ফেললাম এই কবিতা।’

ইনস্টাগ্রামে মাত্র ২৪ ঘণ্টায় এই ভিডিও দেখা হয়ে গেছে ১৪ লাখ ৭৮ হাজার বার। আর মন্তব্য করেছেন ১২ হাজারের বেশি মানুষ। ভক্তরা অমিতাভ বচ্চনের অভিনব পন্থায় মানুষকে সচেতন করার এই উদ্যোগের প্রশংসা করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply