পুরোহিত হত্যায় জঙ্গি নেতা রাজীব গান্ধীসহ ৪ জনের ফাঁসি

|

পঞ্চগড়ের শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা মামলায় শীর্ষ জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধীসহ ৪ জনের ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন রাজিবুল ইসলাম, আলমগীর হোসেন ও রমজান আলী। এর মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন।

একইসাথে মামলার অপর তিন আসামি হারেজ আলী, খলিলুর রহমান ও রানাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জ উপজেলা সদরের চীন-মৈত্রী সেতু সংলগ্ন সোনাপাতা এলাকার মন্দিরে ঢুকে মোটরসাইকেলে আসা তিন যুবক পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করে। এসময় তাকে বাঁচাতে আসলে পুজারী গোপাল চন্দ্রকে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। আরেক পুজারি নির্মল এর উপর বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ রায়। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও দু’টি মামলা দায়ের করে দেবীগঞ্জ থানা পুলিশ। ২০১৬ সালের ৮ নভেম্বর পুলিশ প্রতিবেদন জমা দিলে হত্যা মামলাটির অভিযোগ গঠিত হয়। ২০১৮ সালের ১৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর পর ৩৮ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করে। স্বাক্ষ্য, তথ্য উপাত্ত ও যুক্তি তর্ক শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। এই হত্যা মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে চারজন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর দু’টি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply