কুড়িগ্রামে সাংবাদিককে সাজা দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

|

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেয়ার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ রানাকে এই কমিটির প্রধান করা হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার জানান, ঘটনাটি মিডিয়ায় আসার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। আজকের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। শনিবার মধ্যরাতে টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান চালানো হয় সাংবাদিক আরিফুল ইসলামের চড়ুয়াপাড়ার বাসায়। জব্দ করা হয় দেশিয় মদ ও ১০০ গ্রাম গাঁজা। পরে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

তবে, পরিবারের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। আরিফুল একটি অনলাইন নিউজ পোর্টালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply