সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

|

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ।

শনিবার সন্ধায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ-তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

সেইসাথে করোনা সর্তকতার অংশ হিসেবে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপের সকল ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এসময়, করোনা আক্রান্ত যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা সবার বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, দেশের নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। এদের একজন ইতালি ও একজন জার্মানি ফেরত বাংলাদেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply