কক্সবাজারে ‘করোনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

|

কক্সবাজার প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজারে জেলা প্রশাসন।

আজ শনিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, হোটেল-মোটেল জোন রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, হোটেল-মোটেল ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান জেলা প্রশাসক।

পরে একই স্থানে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পরিবহন সেক্টরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলী, সহকারী সিভিল সার্জন ডা: মহিউদ্দিন মো: আলমগীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, পরিবহন সেক্টরের সর্বস্তরের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, যাত্রীদের হ্যান্ডওয়াশ ব্যবস্থা রাখাসহ সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply