শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে। সঠিক সময়েই ব্যবস্থা নেয়া হবে। আজ সকালে শিশু হাসপাতালে হাম- রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী জানান, করোনাভাইরাস প্রতিরোধে শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালি থেকে ফেরাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। হোম কোয়ারেইন্টাইন উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি। এসময় মন্ত্রী আরও জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৩ কোটি শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply