ইতালি থেকে ফিরেছেন ১৪২ বাংলাদেশি, নেয়া হয়েছে হজ ক্যাম্পে

|

করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ফেরা ১৪২ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দর থেকেই তাদের নিয়ে যাওয়া হয় আশকোনা হজ ক্যাম্পে। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সকালে রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকায় ফেরেন ১৪২ বাংলাদেশি। যদিও কাগজপত্রে ১২৫ জন ফেরার কথা। বিমানবন্দর থেকে কয়েকটি বাসে তাদের আশকোনা ক্যাম্পে নেয়া হয়।

যাত্রীদের দাবি, ইতালিতে ফ্লাইটে ওঠার আগে তাদের একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হয়। তাদের কারও বাড়তি তাপমাত্রা পাওয়া যায়নি। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ইতালি ফেরতদের কোয়ারেন্টাইনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply