করোনায় ইরানে মৃত্যুমিছিল, খোঁড়া হচ্ছে গণকবর!

|

চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত হয়েছে ইরানে। কোভিড-১৯ জীবাণু সংক্রমণে বিশ্বের চারটি দেশ কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে। এর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া মৃত্যু কমালেও থামানো যায়নি ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল।

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যেমে জানা যায, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হচ্ছে। সেই ছবি মহাকাশ থেকেও ধরা পড়েছে। সংবাদ-ওয়াশিংটর পোস্ট।

ইরানে বৃহস্পতিবার ৭৫ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। এব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে ইরান।

ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের গণকবর মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে গণকবর খোঁড়া শুরু হয়েছে। যার আয়তন প্রায় ১০০ ইয়ার্ডস বা প্রায় ৯২ মিটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply