ক্রাইস্টচার্চ মসজিদে বর্বরোচিত হামলার স্মরণে দু’দিনব্যাপী বিশেষ প্রার্থনা

|

ক্রাইস্টচার্চ মসজিদে বর্বরোচিত হামলার একবছর স্মরণে, দু’দিনব্যাপী বিশেষ প্রার্থনার আয়োজন করেছে নিউজিল্যান্ড।

মূল হামলাস্থল আল-নূর মসজিদের পাশেই, আজ হর্নক্যাসেল ময়দানে সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করা হয়; ছিলো বিশেষ মোনাজাত। গেলো বছর, জুমার নামাজেই হামলা চালায় শ্বেতাঙ্গ বন্দুকধারী। তবে- এবছর দিনটি রোববার হওয়ায়; সেদিনও একই জায়গায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে নিউজিল্যান্ড।

২০১৯ সালের ১৫ মার্চ, শহরটির আল-নূর এবং লিনউড মসজিদে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে আততায়ী ব্রেন্টন ট্যারেন্ট। যাতে, পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ প্রাণ হারান কমপক্ষে ৫১ জন। হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে হামলাকারীর বিরুদ্ধে চলছে বিচার।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের অভিমত, কট্টরপন্থা দমনে নিউজিল্যান্ডকে আরও কাজ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply