বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেবো: শাহজাহান কামাল

|

বিমানকে লাভজনক করতে প্রয়োজনে নিজের গায়ের রক্ত ঢেলে দেবেন বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন একেএম শাহজাহান কামাল। এসময় মন্ত্রণালয়ের দায়িত্বে নিজেকে শিশু হিসেবে উল্লেখ করে সবার সহযোগিতা চান তিনি। বলেন, এই মন্ত্রণালয়ের অনেক বদনাম শুনেছি। সব বদনাম ধুয়ে মুছে দেব। মন্ত্রী বলেন, সকলের চেষ্টায় মন্ত্রণালয়ের অসঙ্গতি দূর করা খুব কঠিন কিছু নয়।

এর আগে দায়িত্ব হস্তান্তরের সময় বিমানের ব্যাপারে নতুন মন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দেন সদ্যবিদায়ী মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন বিমানের কিছু ব্যর্থতায় বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সব অর্জন শেষ হয়ে গেছে। একই সাথে তিনি আশাবাদ জানান, যুক্তরাজ্যে কার্গো পরিবহনে শীগগিরই নিষেধাজ্ঞা উঠে যাবে।

যমুনা অনলাইন: টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply