কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত!

|

স্বাস্থ্য পরীক্ষার পর কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে নিশ্চিত হয়েছে কোভিড নাইনটিনের উপস্থিতি। ফলে, ১৪ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জাস্টিন ট্রুডোকেও।

স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার খবরে অবশ্য, বৃহস্পতিবার নিজে থেকেই আইসোলেশনে যান ট্রুডো। কানাডার গণমাধ্যম জানিয়েছে, স্ত্রী আক্রান্ত হলেও প্রধানমন্ত্রীর এখনো করোনা সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। সম্প্রতি ইউরোপে একটি সেমিনারে অংশ নিয়ে কানাডা ফেরেন সোফি ট্রুডো। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি সংক্রমিত হন।

এদিকে, এক সহকর্মীর করোনা ধরা পড়ার পর, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply