এস এম রইজ উদ্দিনের স্বাধীনতা পুরস্কার বাতিল

|

বাংলাদেশে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে এস এম রইজ উদ্দিন আহম্মেদকে বাদ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তার পুরস্কারটি বাতিল করা হয়। তিনি সাহিত্যে পুরস্কারটি পেয়েছিলেন।

গত ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ২০২০ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ। নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।

এই তালিকায় সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখা যায়।

রইজ উদ্দিনকে পুরস্কার দেয়ায়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান আর ফেসবুকে লিখেছেন “এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজউদ্দীন, ইনি কে? চিনি না তো। কালীপদ দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!”

রইজ উদ্দিন আহম্মদের ৩০ টির বেশি বই প্রকাশিত হয়েছে। এছাড়া আঞ্চলিক ইতিহাস, বাংলাদেশের নদনদী নিয়ে তিনি লেখালেখি করেছেন। তার বইয়ের মধ্যে রয়েছে, কেমন করে স্বাধীন হলাম, হ-য-ব-র-ল, পাখি সব করে রব, বাংলার যত ফুল ও হারানো প্রিয়া (কাহিনী কাব্য)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply