সিরিয়া সীমান্তে বিমান হামলায় ১৮ ইরাকি নিহত

|

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলায় ইরাকের আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবির ১৮ যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন তথ্য প্রকাশ করেছে।

বুধবারের ওই হামলার সর্বশেষ তথ্যে সংস্থাটি জানায়, মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন। তবে মার্কিন জোট স্পষ্টভাবে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। এর আগে আলব আল কামালের কাছে এই বিমান হামলায় উত্তর বাগদাদের মার্কিন জোটের ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট দিয়ে আঘাত হানে মার্কিনিরা।

বিমান হামলায় এক মার্কিন সেনাসহ এক ব্রিটিশ সেনাও নিহত হয়েছে বলে জানায় সংস্থাটি। উল্লেখ্য, বিদেশি সেনাদের অবস্থান করা ইরাকি ঘাঁটিতে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা।

তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও বরাবরের মতো যুক্তরাষ্ট্র এই দায় চাপিয়েছে আধাসামরিক গোষ্ঠীটির ওপর। এদিকে, মার্কিন বাহিনীর ওপর হামলায় জাতিসংঘ ও ইরাকের শীর্ষ রাজনীতিবিদরা নিন্দা জানিয়েছে বলেও জানায় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply