চট্টগ্রামে করোনা আতঙ্কে ভোটাররা

|

চট্টগ্রামে এখন করোনা আতঙ্ক ভর করেছে ভোটারদের মধ্যেও। গণসংযোগের সময় জনসমাগম থেকে এ ভাইরাস ছড়াতে পারে বলে শঙ্কা তাদের। ভোট পেছানোর দাবিও তুলছেন অনেকে প্রার্থী।

তবে বড় দুই দলের প্রার্থী জোড় দিচ্ছেন সচেতনতার উপর। দেশে তো বটেই, পুরো বিশ্বের মানুষ যখন করোনো ভাইরাসের আতঙ্কে, ঠিক সেই সময়ে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনের তোড়জোড়।

বিশাল জনসমাগম নিয়ে প্রচারণায় নেমেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। আর এর মাধ্যমেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। প্রচারণায় নামা প্রার্থীদের অনুসারীরাও বলছেন, এসব মাথায় রেখেই গণসংযোগ করছেন তারা।

করোনো আতঙ্কের কারণে ভোটের তারিখ পেছানোর কথাও বলছেন অনেক প্রার্থী। তবে সচেতনতা অবলম্বন করলে, ভোটে এর প্রভাব পড়বে না বলে মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply