২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করলেন পুতিন

|

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার, সেই লক্ষ্যে দেশটির সংবিধানের একটি সংশোধন প্রস্তাবে অনুমতি দেন তিনি।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা’তে দেয়া এক ভাষণে সংশোধনের প্রতি সম্মতি জানান তিনি। এরফলে, পরপর দুই মেয়াদে ৬ বছর করে ক্ষমতার থাকার সুযোগ পাবেন পুতিন।

ভাষণে তিনি বলেন, দেশ যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন স্থিতবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসাথে দাবি করেন, রাজনৈতিকভাবে দেশ ‘পরিপক্ক’ হয়ে উঠলে প্রেসিডেন্ট পদের মেয়াদ কমানো হবে।

চলতি বছর জানুয়ারিতে রাশিয়ার রাজনীতি ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেন পুতিন। বর্তমান সংবিধান অনুসারে ২০২৪ সালে তাকে দায়িত্ব ছাড়তে হতো। সরকার প্রধান ও প্রেসিডেন্ট মিলিয়ে চতুর্থ মেয়াদে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। বিরোধীরা এই প্রস্তাবের ঘোর সমালোচনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply