বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকলেন সৌম্য

|

বিয়ের পর যেন বদলে গেছেন সৌম্য সরকার। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে ঝড় তুললেন। ৩২ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চার হাঁকিয়েছেন ৪টি আর ছয় ৫টি! এরমধ্যে, শেষ ওভারে ৩টি বিশাল ছয়ে দলের সংগ্রহ ২০০-তে নিয়ে গেছেন। অথচ, আগের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। যদিও সেটিকে ‘টাইপিং মিসটেক’ বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে শেষ পর্যন্ত সেই তালিকা ঘোষণার একদিন পরই যুক্ত হলেন তিনি।

দেশের ক্রিকেটে ঝকঝকে তারার মতো আবির্ভাব ঘটে সৌম্যর। শুরু থেকেই আলোচনায় তিনি। মাঝে ব্যাটিং খারাপ করলেও বোলিং দিয়ে পুষিয়ে দেন এ ব্যাটিং অলরাউন্ডার। সার্বিক বিচারে ২০২০ সালের বিসিবির চুক্তিতে ছিলেন তিনি! কিন্তু নির্বাচকদের ভুলের কারণে সেই খাতায় নাম ওঠেনি তার! ফলে তাকে ছাড়া চুক্তিভুক্ত ১৬ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বোর্ড।

এতে সমালোচনার ঝড় ওঠে। যার রোশানলে পড়ে সেই ভুল সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে বিসিবি। তাতে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য। এ নিয়ে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। সেই সঙ্গে দুই বছর পর আবার বোর্ডের চুক্তিতে ফিরলেন তিনি।

গত বছর তিন সংস্করণ মিলিয়ে ৩০ ম্যাচ খেলে টাইগাররা। এর মধ্যে ২৫টিতেই দলে ছিলেন সৌম্য। জাতীয় দলের হয়ে ১৮ ওয়ানডে ম্যাচের ১৭টিতে খেলে করেন ৫০৬ রান। পাশাপাশি শিকার করেন আট উইকেট। সেই পারফরম্যান্স মূল্যায়ন করেই তাকে সাদা বলের চুক্তিতে রেখেছে বিসিবি। অর্থাৎ নতুন বছরে টি-টোয়েন্টি ও ওয়ানডে চুক্তিতে রয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply