শাহজালাল বিমানবন্দরে আরও একটি থার্মাল স্ক্যানার নষ্ট, কার্যকর আছে একটি

|

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরও একটি থার্মাল স্ক্যানার নষ্ট হয়েছে, কার্যকর আছে মাত্র একটি। সেটি ব্যবহার হচ্ছে ভিআইপি যাত্রীদের ক্ষেত্রে। সাধারণ যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে হ্যান্ড হেল্ড স্ক্যানারে।

দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং’য়ে এসব তথ্য জানিয়েছেন বিমানবন্দর পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি আরও জানান, কাতারের সাথে ফ্লাইট বন্ধ হয়নি। ট্রানজিট হিসেবে কাতারকে ব্যবহার করা গেলেও সে দেশে বাংলাদেশি কেউ প্রবেশ করতে পারবে না। .
এদিকে, গত রাতে সৌদি আরব থেকে আসা এক বয়স্ক দম্পতিকে কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। দু’জনের শরীরেই তাপমাত্রা বেশি পাওয়া যায়। মাস দেড়েক আগে তাদের ছেলে চীন গিয়েছিলো বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে, দেশে ফেরা যাত্রীরা, বিমানবন্দরে যথাযথ পরীক্ষা হচ্ছে কীনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। লম্বা লাইনে দাঁড়াতে হওয়ায় বিরক্তও তারা। দুর্ভোগ লাঘবে দিয়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর তাগিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply