বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

|

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ গেলো কমপক্ষে ৪৩ জনের। আরও ছয় জনের অবস্থা সংকটাপন্ন।

এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। অঞ্চলটিতে মূলতঃ ফুলানি নৃগোষ্ঠীর বসবাস। হামলার নিন্দা জানিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে।

সশস্ত্র জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ গোষ্ঠীটির বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় সেনাবাহিনী। গেলো জানুয়ারিতে, নৃগোষ্ঠীগুলোর মধ্যেকার সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৭৫ জন। বাস্তুচ্যুত হয় পাঁচ লাখ মানুষ।

২০১৫ সাল থেকে আল কায়েদা ও আইএস সমর্থক যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে বুরকিনা ফাসো। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮শ’র বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply