তামিম-লিটনের পর সৌম্য ঝড়; ২০০ রানের বড় সংগ্রহ বাংলাদেশের

|

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ওপর ব্যাটিং তাণ্ডব বইয়ে দিয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের পর ঝড় তোলেন সৌম্য সরকারও। তাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ টাইগারদের।

শুরু থেকে ওয়ানডে সিরিজের ফর্ম ধরে রেখেছিলেন তামিম-লিটন। ১০.২ ওভারে তামিম ৩৩ বলে ৪১ রানে ফিরে যাওয়ার আগে দু’জনে মিলে ৯২ রানে জুটি গড়েন। ২ ওভার পরে দলীয় ১০৬ রানে লিটন সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হলেও ততক্ষণে কাজের কাজটি করে ফেলেছেন। ৩৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংসে ৫টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন তিনি। এরপর মুশফিক মাহমুদউল্লাহরাও সজোরে ব্যাট চালিয়ে গেছেন। তবে, আসল ঝড়টা তুলেছেন সৌম্য সরকার।

সদ্যই বিয়ে করা সৌম্য ৩২ বলে ৬২ রানে বিধ্বংসী ইনিংস খেলেন। চার হাঁকিয়েছেন ৪টি আর ছয় ৫টি! এরমধ্যে, শেষ ওভারে ৩টি বিশাল ছয়ে দলের সংগ্রহ ২০০-তে নিয়ে গেছেন। মুশফিক ৮ বলে ১৭ করে ফিরে গেলেও অধিনায়ক মাহমুদউল্লাহ ৯ বলে ১৪ রানে সৌম্যর সাথে অপরাজিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply