কুয়েতের সাথে বিমান যোগাযোগ বন্ধ, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি

|

বিমান যোগাযোগ বন্ধের ঘোষণায় কুয়েত যাওয়া আটকে গেছে কয়েক হাজার বাংলাদেশির। অনেকেই ছুটিতে এসে আর ফিরতে পারছেন না দেশটিতে। এনিয়ে বেকাদায় রিক্রুটিং এজেন্সিগুলো।

গেল শুক্রবার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ ৯টি দেশের সাথে বিমান যোগাযোগ স্থগিত করেছে কুয়েত। এরই মধ্যে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কুয়তেগামী কয়েক হাজার কর্মী। ভিসার মেয়াদ আর ছুটি শেষ অনেকেরই। ফলে কাজ হারানোর আতঙ্কও ভর করেছে তাদের মধ্যে।

জনশক্তি রফতানিকারকরা বলছেন, কর্মীর পাশাপাশি বাংলাদেশী অনেক উদ্যোক্তাও গড়ে উঠেছে কুয়েতে। তাই দেশটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মানে শ্রমবাজারের জন্য বড় আঘাত।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানান, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। তবে বিষয়টির সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

কুয়েতে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৩ লাখের বেশি। এর সাথে প্রতি মাসে গড়ে যোগ হচ্ছে হাজারেরও বেশী কর্মী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply