রাজধানীজুড়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট, হাঁকা হচ্ছে বেশি দাম

|

দেশে করোনা রোগী শনাক্তের পর রাজধানীজুড়ে মাস্ক,ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। পাড়া মহল্লার ফার্মেসি ও দোকানগুলোতে যাও মিলছে তারও দাম হাঁকা হচ্ছে বেশি।

রোববার করোনা রোগী শনাক্তের পর আরেকদফা বেড়ে গেছে পরিচ্ছন্নতা সামগ্রীর দাম। মিলছেই না হ্যান্ড স্যানিটাইজার , সংকট আছে হ্যান্ড ওয়াশের উপকরনও। মাস্কের চাহিদা আকাশচুম্বি। বেশি দামেও মিলছে না।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই এমন সংকট।

এদিকে, রাজধানীর ফুটপাত,চায়ের দোকান,পরিবহনসহ সবখানেই আলোচনার ইস্যু করোনা। সাধারণ মানুষের মধ্যে রোগটি নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিহার করতে হবে জনসমাগম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply