করোনাভাইরাস নিয়ে মিথ্যা প্রচার, জানান এই ফোন নম্বরে

|

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন ভাবে কোন মিথ্যা বা ভুল তথ্য নজরে আসলে তথ্য অধিতফতরের সংবাদ কক্ষের ফোনে জানাতে বলা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিথ্যা তথ্য দেখলে নিম্মোক্ত নম্বরে জানাতে বলা হয়েছে। ফোন নম্বর হলো-9512246,9514988, 01715255765, 01716800008। অথবা 999 এ যোগাযোগ করে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইমেইল করা যাবে [email protected]/[email protected] এই আইডিতে।

এদিকে করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে দেশ কিংবা বিদেশ থেকে যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করেছে আইইডিসিআর। হটলাইন নম্বরগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

আইইডিসিআর সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply