প্রয়োজনে দেশের স্কুল কলেজ ও কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইনের পরিকল্পনা আছে: আইইডিসিআর

|

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর প্রয়োজনে দেশের সব স্কুল, কলেজ ও কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করে রাখছে আইইডিসিআর।

রোববার বিকেলে, এক ব্রিফিং এ এমন তথ্য দেন আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা মনে করছি না করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। কিন্তু সতর্ক থাকতে হবে। প্রয়োজনে রোগীর সংখ্যা বেড়ে গেলে আক্রান্তদের বিশেষ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।

এরআগে, ব্রিফিংয়ে বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

আইইডিসিআর জানায়, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।

এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply