কোলকাতায় ‘তুমি অনন্যা’ পুরস্কার উঠলো জয়ার হাতে

|

বাংলাদেশের মেয়ে জয়া আহসান এপার ওপার মিলিয়ে দুই বাংলায়ই সমান জনপ্রিয়। আর তারই স্বীকৃতি হিসেবে কোলকাতায় জয়ার হাতে উঠেছে ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার।

শুক্রবার কোলকাতার গায়েন মঞ্চে এ পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। মা রেহানা মাসউদসহ সেখানে আরও উপস্থিত ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান প্রমুখ।

বাংলাদেশ থেকে এর আগে এই পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। ‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কারের ১৫তম আসরে আলো ছড়িয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।

এদিকে জয়া এখন কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। সম্প্রতি এসেছে ‘বিনি সুতোয়’, ‘রবিবার’। আছে মুক্তি প্রতীক্ষিত ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’। আর বাংলাদেশের দর্শকের জন্য অপেক্ষা করছে জয়ার ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও ‘অলাতচক্র’র মতো চলচ্চিত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply