অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন জি কে শামীম

|

যুবলীগ থেকে বহিষ্কৃত, বিতর্কিত ঠিকাদার জি কে শামীম অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি অত্যন্ত গোপনীয়তায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি। এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। জামিনের একটি কপি ইতোমধ্যেই গণমাধ্যমের কাছে এসেছে। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন জামিনের বিষয়ে তারা কিছু জানেন না। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন আবাসিক এলাকার নিজ কার্যালয় থেকে বিপুল মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার হয় জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply