ইঁদুরের উপদ্রবে বাতিল হলো ফ্লাইট

|

যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড হতে পোর্টল্যান্ডগামী একটি অভ্যন্তরীণ বিমানে ইঁদুর প্রবেশ করায় ফ্লাইটি বাতিল ঘোষণা করা হয়।

বুধবার আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট-৯১৫ বিমানটিতে আরোহীরা প্রবেশের সময় একটি ইঁদুরও ঢুকে পড়ে। ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়েও দায়িত্বরত কর্মীরা ইঁদুরটি খুঁজে বের করতে ব্যর্থ হয়। ইঁদুর নিয়ে তো আর বিমান চালানো যায় না!

তাই অগত্যা ফ্লাইটটি বাতিলই করতে হয়। পরে ঐ বিমানের ১১০ জন আরোহীর জন্য বিকল্প আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

ম্যাট গফ নামের একজন আরোহী টুইটারে বলেন, পোর্টল্যান্ডের যাত্রার জন্য আমরা বিমানে ওঠার সময় একটি ইঁদুর প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে চার জন বিমানকর্মী ইঁদুরটি খোঁজার চেষ্টা করে। ফলে ফ্লাইটটি বিলম্বিত হয়। পরে আমাদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।

আলাস্কা এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, অনিবার্যকারণবশত ফ্লাইটটি বন্ধ রয়েছে।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply