রেগে মিটিং থেকে বেরিয়ে যান মুশফিক

|

বিসিবি সদস্যদের প্রত্যাশা ছিল এবার হয়তো মুশফিকুর রহিম পাকিস্তান যেতে রাজি হবেন কিন্তু তাদের সব প্রত্যাশা গুড়েবালি করে দিয়েছেন মুশফিক। তৃতীয় দফায়ও তাকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন বিসিবি সদস্যরা। সিলেটে চলছে বাংলাদেশ- জিম্বাবুয়ে তিন টি-টোয়েন্টি সিরিজ।
এর মাঝে টিম হোটেলে মুশফিককে নিয়ে জরুরি ভিত্তিতে বসেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদীন নান্নু। তাদের মূল উদ্দেশ্যই ছিল মুশফিককে পাকিস্তান সফরে রাজি করানো কিন্তু ঘটনা ঘটেছে উল্টো।
মুশফিক রেগে গিয়ে মিটিং থেকে বের হয়ে গিয়েছেন। জানা গেছে তিনি পারিবারিক আপত্তির কথা জানিয়ে সফর থেকে বিরত থাকার কথা বলেছেন।

এই ঘটনার পরে আগামী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে নাও খেলানো হতে পারে। ধারনা করা হচ্ছে পাকিস্তান সফরের সম্ভাব্য একাদশ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামানো হবে । তাই এবারও পাকিস্তান সফরে যাচ্ছেন না মিস্টার ডিপেন্ডেবল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply