সিলেটে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি দুবাই ফেরত প্রবাসী

|

সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের কানাইঘাট এলাকার ওই প্রবাসী গত ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। বুধবার দুপুরে শারীরিক অসুস্থতা নিয়ে তিনি নগরীর পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে রাতে তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে মধ্যরাতে তাকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ডা:সুশান্ত কুমার মহাপাত্র জানান, দুবাই ফেরত প্রবাসী জ্বর, কাশি, মাথা ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রবাসী হওয়ায় করোনাভাইরাসে আক্রান্তের আশঙ্কা রয়েছে এমন সন্দেহ থেকে তাঁকে কোয়ারেন্টাইনের রাখা হয়েছে।

এদিকে ঢাকা থেকে রক্তের নমুনা সংগ্রহের জন্য টিম এসেছে। পরীক্ষার পর তার সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অবশ্য এর আগে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হলেও কিন্তু তিনি ঢাকায় না গিয়ে সিলেট মহানগরীর একটি বাসায় অবস্থান করেন। পরে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তৃপক্ষ তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনের জন্য পাঠায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply