আমার পারমাণবিক অস্ত্রের বোতাম আরও বড় : ট্রাম্প

|

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের বোতামের চেয়ে অনেক বড় ও শক্তিশালী পারমাণবিক অস্ত্রের বোতাম তার টেবিলে আছে বলে দম্ভোক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সকালে করা এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কিম দাবি করেছে তার পারমাণবিক বোমার বোতাম সবসময় তার টেবিলে থাকে। কেউ কি তাকে বলবেন, সেটির চেয়ে অনেক বড় ও শক্তিশালী পারমাণবিক অস্ত্রের বোতাম আমার টেবিলে থাকে, এবং সেটি কাজও করে।

এর আগে গতকাল পাকিস্তান ও ফিলিস্তিনে অর্থ বরাদ্দ বন্ধের হুমকি দিয়ে টুইট করেছিলেন ট্রাম্প। একের পর এক ট্রাম্পের এমন আনকোরা মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, নববর্ষের ভাষণে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেন, পারমাণবিক বোমার বোতাম আমার ডেস্কেই থাকে। যেকোনো মুহূর্তে এটি ব্যবহারের জন্য প্রস্তুত আমি। গোটা মার্কিন মুল্লুক আমাদের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এটি কোনো হুমকি নয়, এটাই চরম বাস্তবতা।

যমুনা অনলাইন: টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply