মোদির সফর নিয়ে সরকার জনগণের আপত্তি তোয়াক্কা করছে না: রিজভী

|

মোদির ঢাকা সফর নিয়ে সরকার জনগণের আপত্তি তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, মোদির সফর নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা ভারত ও বাংলাদেশ সরকারের গুরুত্ব দেয়া উচিত। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা তাতে কোন সন্দেহ নেই; তবে মুজিববর্ষ নিয়ে তুঘলকি কাণ্ড চলছে বলে মন্তব্য করেন রিজভী।

রিজভী অভিযোগ করেন, মুজিববর্ষ উদযাপনের নামে ব্যবসায়িদের দিন কাটছে চাঁদাবাজির আতঙ্কে। এসময় তিনি বলেন, আইন এখন নিজস্ব গতিতে নয়; সরকারের গতিতে চলে। আর একারণেই বিএনপি চেয়ারপারসন মুক্তি পাচ্ছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply