নাগরিকত্ব আইন: ‘অ্যামিকাস কিউরি’ হয়ে ভারতকে সহযোগিতা করতে চায় জাতিসংঘ

|

নাগরিকত্ব আইন ইস্যুতে ‘অ্যামিকাস কিউরি’ হয়ে প্রথমবারের মতো ভারতের সুপ্রিম কোর্টকে সহযোগিতা করতে চায় জাতিসংঘ। শিগগিরই এ ব্যাপারে আবেদন করা হবে বলে জেনেভায় ভারতের স্থায়ী মিশনকে জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাশেলেট।

তিনি জানান, সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা যাচাইয়ে আদালতের বন্ধু হয়ে কাজ করতে চায় তার সংস্থা। সরকারের উদ্দেশ্য গ্রহণযোগ্য হলেও নিপীড়িত মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে আইনটির অপব্যবহার হওয়ার সুযোগ আছে।

তবে অভ্যন্তরীণ ইস্যু বলে প্রস্তাবটি নাকচ করেছে দিল্লি। একই ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টেও তোপের মুখে পড়েছে ভারত সরকার। মঙ্গলবার এ ব্যাপারে ব্রিটিশ সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান হাউজ অব কমন্সের সব দলের আইনপ্রণেতারা।

এদিকে, দিল্লিতে সহিংসতায় ঘটনায় এ পর্যন্ত ৪৩৬টি মামলায় ১৪শ’র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। আন্দোলনে যোগ দেয়ায় ৫ বিদেশি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply