পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের আনুষ্ঠানিক ঘোষণা

|

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। ভারত সরকারের ঘোষণার পাঁচদিন পর সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ, যা ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

নির্দেশনায়, গেল ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সব ধরনের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে, যা ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

তবে, পেঁয়াজের ন্যূনতম কোনো রফতানিমূল্য নির্ধারণ করা হয়নি। ভারতের বিক্রিমূল্য ঋণপত্রের মাধ্যমে দেশে আমদানি করবে ব্যবসায়ীরা। আমদানিকারকরা উদ্ভিদ সংগানিরোধ কেন্দ্রে ছাড়পত্রের জন্য এরই মধ্যে আবেদন করেছে, অনুমোদন পেলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে পেঁয়াজের এলসি ওপেন করা হবে।

হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। ওদিকে, রমজানকে সামনে রেখে নয়টি ভোগ্যপণ্য আমদানিতে নয় শতাংশ সুদ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply