ছোলা, খেজুর, চিনিসহ রমজানের পণ্য আমদানিতে সুদহার ৯ শতাংশ নির্ধারণ

|

ভোজ্যতেল, ছোলা, খেজুর, চিনিসহ রমজানের পণ্য আমদানিতে সুদহার ৯ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডি কার্ড ছাড়া পণ্য আমদানিসহ সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে। কিন্তু রমজান উপলক্ষে ব্যবসায়ীরা এখন থেকেই প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেছেন। এসব ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে আমদানি অর্থায়নে সুদের হার কমিয়ে আনা প্রয়োজন। এ কারণে নির্দিষ্ট পণ্যে সুদ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ নির্দেশনা ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply