মুজিববর্ষ উপলক্ষ্যে বাজেট নিয়ে বাড়াবাড়ি না করার প্রধানমন্ত্রীর নির্দেশ

|

মুজিববর্ষ উপলক্ষে, বাজেট নিয়ে কোনো মন্ত্রণালয়কে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপচয় না করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় ওই নির্দেশ দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ২০টি। একই বৈঠকে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী মুজিববর্ষে সবাইকে নতুন কিছু করতে নিষেধ করেছেন। বরং মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে অংশীদার হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply