যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি: শর্ত নিয়ে আপত্তি আফগান সরকারের

|

যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির একদিন পরই এর শর্ত নিয়ে আপত্তি তুললো আফগান সরকার।
তাদের দাবি, তালেবান বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই যুক্তরাষ্ট্রের। এটা একান্তই আফগানিস্তানের নিজস্ব বিষয়।

রোববার কাবুলে সাংবাদিকদের একথা জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। অন্যদিকে, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আফগান সরকারের প্রতি চুক্তির শর্ত মানার আহ্বান পাকিস্তানের।

প্রায় ২০ বছরের সংঘাত আর ১৮ মাসের আলোচনার পর শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো- ১০ মার্চের মধ্যে ৫ হাজার তালেবান বন্দির বিনিময়ে এক হাজার আফগান নিরাপত্তাকর্মী মুক্তির বিষয়টি। এরপরই কেবল আফগান সরকারের সাথে আলোচনায় বসবে তালেবানরা। চুক্তির ২৪ ঘন্টাও পার না হতেই এই শর্ত প্রত্যাখ্যানের ঘোষণা আফগান সরকারের।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, বন্দীমুক্তি নিয়ে কখনওই কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আর এ সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল আফগানদেরই। আলোচনার একটি এজেন্ডা হতে পারে বিষয়টি, তবে পূর্বশর্ত নয়।

তবে এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, সব শর্ত মেনে নেয়াই শান্তির পথে কার্যকরী পদক্ষেপ হবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, বন্দি বিনিময়ের মাধ্যমে যদি শান্তি প্রক্রিয়া এগোয় তবে মনে হয় তাই করা উচিত। কারণ, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে পাকিস্তানও সরাসরি উপকৃত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply